পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভারী প্রাণী

পৃথিবীর সর্বকালের সবচেয়ে বড় প্রাণী বললেই আমাদের মাথায় আসে নীল তিমির কথা। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। প্রাপ্তবয়স্ক একটি নীল তিমির গড় ওজন প্রায় ১৫০ টন। এরা দৈর্ঘ্যে ১০০ ফুটের মতো লম্বা হয়ে থাকে।

তবে সর্বকালের সবচেয়ে বড় প্রাণীর তকমা বদলে যেতে পারে। আর রেকর্ড ভাঙতে যাচ্ছে তারই স্বজাতি দৈত্যাকার ‘পেরুসেটাস’ তিমি।

দক্ষিণ পেরুর মরুভূমি খনন করে বিলুপ্তপ্রাপ্ত বিশালাকার একটি তিমির জীবাশ্ম পাওয়া গিয়েছে, যার নাম দেয়া হয়েছে পেরুসেটাস কলোসাস। পেরুর বিজ্ঞানীরা এই তিমিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভারী প্রাণী বলে ঘোষণা করেছেন। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভারী প্রাণী  নীল তিমিকেও অতিক্রম করছে  এই অতিকায় তিমিটি। গবেষকরা তিমিটির জীবাশ্বের চারপাশে পাওয়া পলির কার্বনের ডেটিং দেখে  জানিয়েছেন যে,  তিমিটি প্রায় ৩৮ থেকে ৪০ লক্ষ বছর আগে ইওসিন যুগে বসবাস করত।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভারী প্রাণী

আপডেট সময় : ০১:৩৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

পৃথিবীর সর্বকালের সবচেয়ে বড় প্রাণী বললেই আমাদের মাথায় আসে নীল তিমির কথা। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। প্রাপ্তবয়স্ক একটি নীল তিমির গড় ওজন প্রায় ১৫০ টন। এরা দৈর্ঘ্যে ১০০ ফুটের মতো লম্বা হয়ে থাকে।

তবে সর্বকালের সবচেয়ে বড় প্রাণীর তকমা বদলে যেতে পারে। আর রেকর্ড ভাঙতে যাচ্ছে তারই স্বজাতি দৈত্যাকার ‘পেরুসেটাস’ তিমি।

দক্ষিণ পেরুর মরুভূমি খনন করে বিলুপ্তপ্রাপ্ত বিশালাকার একটি তিমির জীবাশ্ম পাওয়া গিয়েছে, যার নাম দেয়া হয়েছে পেরুসেটাস কলোসাস। পেরুর বিজ্ঞানীরা এই তিমিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভারী প্রাণী বলে ঘোষণা করেছেন। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভারী প্রাণী  নীল তিমিকেও অতিক্রম করছে  এই অতিকায় তিমিটি। গবেষকরা তিমিটির জীবাশ্বের চারপাশে পাওয়া পলির কার্বনের ডেটিং দেখে  জানিয়েছেন যে,  তিমিটি প্রায় ৩৮ থেকে ৪০ লক্ষ বছর আগে ইওসিন যুগে বসবাস করত।