
কল্পনা করুন তো একটি সুন্দর তুলতুলে ১২ কেজি ওজনের বিড়াল আপনার কোলে উঠে বসে আছে। বাস্তবেই এমন বিশাল আকারের বিড়ালের দেখা মিললো রাশিয়াতে। নিজের বৃহৎ আকৃতির জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি বিড়াল। মূলত এটি ‘মেইন কোন’ জাতের বিড়াল।
২০২০ সালের মার্চ, করোনাভাইরাস মহামারীর কারণে রাশিয়ায় তখন লকডাউন চলছিল। সে সময়ে বেলগোরোড শহরে ইউলিয়া মিনিনা নামে এক নারী একটি বিড়ালছানা দত্তক নেন। লকডাউনের বন্দি সময়ে পারিবারিক জীবনের তার বৈচিত্র নিয়ে আসবে বলেই তার বিশ্বাস ছিল। তার দুই মেয়ে বিড়ালছানাটির নাম রেখেছিল ‘কেফির’। ইউলিয়া মিনিনা পোষা বিড়ালটিসহ রাশিয়ার ওসকোল শহরে বাস করে।
নেট দুনিয়ায় দারুণ জনপ্রিয় কেফির। মিনিনা বিড়ালটির একটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। তিনি বলেছেন, বিড়ালটির নিজের পায়ে দাঁড়ালে আকারে এটি তার চার বছরের মেয়ের সমান হয়। ভিডিওতে দেখা গেছে পায়ের ভর করে দাঁড়িয়ে বিড়ালটি ঘরের দরজার হাতল ছুঁতে পারছে। এমনকি খাবার টেবিলে তাঁর বসার জন্য আছে আলাদা চেয়ার এবং খাবারের ব্যাবস্থা!
এটা রাশিয়ার স্থানীয় প্রজাতির বিড়াল। আকারে এরা বেশ বড় হয়। বিড়ালটির এমন আদুরে ভিডিওতে নেটিজেনরাও বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা দুলদুলে চেহারার কেরিফের বেশ প্রশংসাও করছেন এর আকৃতির কারণে। ইতিমধ্যেই রাশিয়ার অনেকেই কেফিরকে কিনতেও চেয়েছেন। এই প্রসঙ্গে মিনিনা বলেন,‘‘এটা অসম্ভব। কেফির আমাদের পরিবারের একজন সদস্য। কোনোভাবেই আমরা তাকে বিক্রি করবো না।’