চলন্ত গাড়ির উপর ছিটকে পড়লো ৪০ টন ওজনের কনটেইনার

ছবি- বাংলাপ্রেস।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর ছিটকে পড়ে একটি কনটেইনার। কনটেইনারটির ওজন ৪০ টন।
আজ শনিবার ৫ আগস্ট সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ির ভিতরে থাকা ৫ আরোহী প্রাণে বেঁচে গেছেন। আরোহীদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সকালে কনটেইনারবাহী লরিটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। এ সময় পাশ দিয়ে প্রাইভেট কারে পাঁচ আরোহী যাচ্ছিলেন। ধাক্কা খেয়ে লরিতে থাকা মালবাহী কনটেইনার ছিটকে পড়ে পাশের গাড়ির ওপর। এতে গাড়ির ভেতরে চাপাপড়া যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। প্রায় ৪০ মিনিট পর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক উজ্জ্বল ঘোষ গণমাধ্যমকে বলেন, লরিটি কেডিএস কোম্পানির মালামাল বহন করছিল। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে কেউ বাঁচার কথা নয়। যাত্রীদের ভাগ্য ভালো। গাড়ির চালকসহ আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি আটক করেছে হাইওয়ে পুলিশ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত গাড়ির উপর ছিটকে পড়লো ৪০ টন ওজনের কনটেইনার

আপডেট সময় : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর ছিটকে পড়ে একটি কনটেইনার। কনটেইনারটির ওজন ৪০ টন।
আজ শনিবার ৫ আগস্ট সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ির ভিতরে থাকা ৫ আরোহী প্রাণে বেঁচে গেছেন। আরোহীদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সকালে কনটেইনারবাহী লরিটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। এ সময় পাশ দিয়ে প্রাইভেট কারে পাঁচ আরোহী যাচ্ছিলেন। ধাক্কা খেয়ে লরিতে থাকা মালবাহী কনটেইনার ছিটকে পড়ে পাশের গাড়ির ওপর। এতে গাড়ির ভেতরে চাপাপড়া যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। প্রায় ৪০ মিনিট পর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক উজ্জ্বল ঘোষ গণমাধ্যমকে বলেন, লরিটি কেডিএস কোম্পানির মালামাল বহন করছিল। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে কেউ বাঁচার কথা নয়। যাত্রীদের ভাগ্য ভালো। গাড়ির চালকসহ আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি আটক করেছে হাইওয়ে পুলিশ।