
গত কয়েক বছরের মধ্যে কোনো ঈদে সিনেমাহল গুলো তে এমন হয়নি। গেল ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ছয় সপ্তাহ পার করছে।
ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ এখনো হাউসফুল যাচ্ছে। গত শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন সিনেমা হলে দর্শক ভিড় করেছেন ছবিগুলো দেখতে, জমজমাট থাকছে সন্ধ্যার শোগুলো। ষষ্ঠ সপ্তাহে এসে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ দেশের ৩৯ প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি আগের সপ্তাহে ৪৬ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।
আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ গত সপ্তাহে ৪২টি হলে চলেছে। গেল সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে মাহফুজ ও বুবলী অভিনীত ‘প্রহেলিকা’। ষষ্ঠ সপ্তাহে অর্থাৎ গতকাল থেকে খুলনার লিবার্টি, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
ষষ্ঠ সপ্তাহে ৫টি প্রেক্ষাগৃহ কমে ৩৭টিতে চলছে। গত সপ্তাহে আটটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে অপু বিশ্বাস ও সাইমন সাদিক অভিনীত ছবি ‘লাল শাড়ি’। চলতি সপ্তাহে এসেও ঢাকা এবং ঢাকার বাইরে একই সংখ্যক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ষষ্ঠ সপ্তাহে এসে নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ছবির হলসংখ্যার অবস্থাও একই। আস্তে আস্তে সেল বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা