বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে মৃত্যু বেড়ে ৮, নিখোঁজ ৬

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ১৬৭৯ বার পড়া হয়েছে

ছবি- বাংলাপ্রেস।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী-শিশুসহ ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।

৫ আগস্ট, শনিবার রাত ৮টার দিকে পদ্মার শাখা নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ চারজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

জানা যায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন যাত্রীরা। মাওয়া পয়েন্ট থেকে পদ্মার শাখা শাখা নদীতে ঢুকলে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করা চারজনের মধ্যে দুইজন নারী এবং দুইজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে মৃত্যু বেড়ে ৮, নিখোঁজ ৬

আপডেট সময় : ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী-শিশুসহ ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।

৫ আগস্ট, শনিবার রাত ৮টার দিকে পদ্মার শাখা নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ চারজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

জানা যায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন যাত্রীরা। মাওয়া পয়েন্ট থেকে পদ্মার শাখা শাখা নদীতে ঢুকলে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করা চারজনের মধ্যে দুইজন নারী এবং দুইজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।