
শনিবার (৫ আগস্ট) আফরান নিশো অভিনীত থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোল’ র ট্রেলার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।
‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে আলোচনার রেশ কাটছে না। এর মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে আসছেন অভিনেতা আফরান নিশো। এবার রেজা নামের এক আইনজীবী চরিত্রে অভিনয় করছেন তিনি। হইচইয়ের ‘সাড়ে ষোলো’ সিরিজে দেখা যাচ্ছে তাঁকে এই নতুন রূপে।
শনিবার প্রকাশিত ট্রেলারে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ইয়াসির আল হক পরিচালিত সিরিজটি মুক্তি পাচ্ছে ১৭ আগস্ট, এটিই তাঁর প্রথম সিরিজ।
‘সাড়ে ষোল’ ওয়েব সিরিজটি একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে । সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে, যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য ও প্রতারণার বেড়াজালে অন্যরকম এক ঘটনায়। গল্পের প্রতিটি পর্যায় দর্শককে নতুন করে ভাবনার খোরাক দেবে।
তারকাবহুল এই সিরিজে প্রায় সব অভিনয়শিল্পীই একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন, যার একঝলক দেখা যাচ্ছে এই ট্রেলারে। গতকাল বিকেলে শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শিল্পী ও ওয়েব সিরিজটির পরিচালক উপস্থিত ছিলেন।