
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। দীর্ঘ ১০ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো। কিন্তু পূর্ণাঙ্গ নতুন এই কমিটিতে মুরাদ হাসান এমপির নাম রাখা হয় নি।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২২ সালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি ও হারুন অর রশীদকে সাধারণ সম্পাদক মনোনীত করে দুই বছরের জন্য তাদের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনে সভাপতি ও সম্পাদকের দ্বন্দে দীর্ঘ ১০ অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এ নিয়ে দলীয় পদপ্রত্যাশী ত্যাগী নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে এ কমিটিতে নাম নেই নানা সময়ের আলোচিত-সমালোচিত স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি’র। নতুন এই কমিটিতে ডা. মুরাদ হাসানের নাম না থাকায় হতবাক তার সমর্থিত নেতাকর্মীরা। তারা এর তীব্র প্রতিবাদ জানান। সেইসঙ্গে নতুন এই কমিটিতে মুরাদ হাসানের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানান মুরাদ হাসান এমপির সমর্থকরা।