গত আইপিএলে প্রথমবার গিয়ে একটি মাত্র ম্যাচ খেলে বাদ পড়েছিলেন লিটন। সেটা নিয়ে তখন বেশ সমালোচনা হয়েছিল। কিন্তু কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচের ৭ ইনিংসে তার ফিফটি মাত্র একটি! এর বাইরে ত্রিশ ছুঁয়েছেন একবার, বিশের ঘরে একবার যেতে পেরেছেন
লিটনের রানগুলো সাজালে এমন হয়- ৯, ২১, ২৫, ৫৯, ১০, ১৬, ১২। এগুলোর মাঝে শুধু ৪৫ বলে ৫৯ রানের ইনিংসটায় লিটন দাস স্বরূপে ছিলেন। বাকিগুলোতে তাকে খুঁজে পাওয়া যায়নি।
গতকাল রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও তিনি খেলেছেন ১৩ বলে ১২ রানের ইনিংস।
যদিও এটা ভিন্ন ফরম্যাট। কিন্তু ওয়ানডেতেও তো এ বছর লিটনের পারফর্মেন্স সুবিধার না। এখন পর্যন্ত ১২ ওয়ানডে খেলে ৩০.১০ গড়ে করেছেন ৩০১ রান। কোনো সেঞ্চুরি নেই। ফিফটি আছে ৩টি।
সর্বোচ্চ স্কোর ৭০। অথচ এই লিটনই গত বছর ওয়ানডেতে রান করেছেন ৫২.৪৫ গড়ে। বড় দুটি টুর্নামেন্টের আগে লিটনকে রানে ফেরাতে নিশ্চয়ই কোনো উপায় বের করবেন চন্দিকা হাতুরাসিংহে।