বড় টুর্নামেন্টের আগে লিটনের ফর্ম চিন্তার কারণ হবে?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১৬৮২ বার পড়া হয়েছে

Liton

খারাপ সময় পেছনে ফেলে গত বছরটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন লিটন কুমার দাস। অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। এমনকী তাকে ভবিষ্যত অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে। সাকিব আল হাসান রাজি না হলে এশিয়া কাপ এমনকী বিশ্বকাপেও হয়তো লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।সেই ভাবনায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে লিটনের বর্তমান ফর্ম।

গত আইপিএলে প্রথমবার গিয়ে একটি মাত্র ম্যাচ খেলে বাদ পড়েছিলেন লিটন। সেটা নিয়ে তখন বেশ সমালোচনা হয়েছিল। কিন্তু কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচের ৭ ইনিংসে তার ফিফটি মাত্র একটি! এর বাইরে ত্রিশ ছুঁয়েছেন একবার, বিশের ঘরে একবার যেতে পেরেছেন

লিটনের রানগুলো সাজালে এমন হয়- ৯, ২১, ২৫, ৫৯, ১০, ১৬, ১২। এগুলোর মাঝে শুধু ৪৫ বলে ৫৯ রানের ইনিংসটায় লিটন দাস স্বরূপে ছিলেন। বাকিগুলোতে তাকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও তিনি খেলেছেন ১৩ বলে ‌১২ রানের ইনিংস।

যদিও এটা ভিন্ন ফরম্যাট। কিন্তু ওয়ানডেতেও তো এ বছর লিটনের পারফর্মেন্স সুবিধার না। এখন পর্যন্ত ১২ ওয়ানডে খেলে ৩০.১০ গড়ে করেছেন ৩০১ রান। কোনো সেঞ্চুরি নেই। ফিফটি আছে ৩টি।

সর্বোচ্চ স্কোর ৭০। অথচ এই লিটনই গত বছর ওয়ানডেতে রান করেছেন ৫২.৪৫ গড়ে। বড় দুটি টুর্নামেন্টের আগে লিটনকে রানে ফেরাতে নিশ্চয়ই কোনো উপায় বের করবেন চন্দিকা হাতুরাসিংহে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় টুর্নামেন্টের আগে লিটনের ফর্ম চিন্তার কারণ হবে?

আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
খারাপ সময় পেছনে ফেলে গত বছরটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন লিটন কুমার দাস। অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। এমনকী তাকে ভবিষ্যত অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে। সাকিব আল হাসান রাজি না হলে এশিয়া কাপ এমনকী বিশ্বকাপেও হয়তো লিটন দাসকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।সেই ভাবনায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে লিটনের বর্তমান ফর্ম।

গত আইপিএলে প্রথমবার গিয়ে একটি মাত্র ম্যাচ খেলে বাদ পড়েছিলেন লিটন। সেটা নিয়ে তখন বেশ সমালোচনা হয়েছিল। কিন্তু কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচের ৭ ইনিংসে তার ফিফটি মাত্র একটি! এর বাইরে ত্রিশ ছুঁয়েছেন একবার, বিশের ঘরে একবার যেতে পেরেছেন

লিটনের রানগুলো সাজালে এমন হয়- ৯, ২১, ২৫, ৫৯, ১০, ১৬, ১২। এগুলোর মাঝে শুধু ৪৫ বলে ৫৯ রানের ইনিংসটায় লিটন দাস স্বরূপে ছিলেন। বাকিগুলোতে তাকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও তিনি খেলেছেন ১৩ বলে ‌১২ রানের ইনিংস।

যদিও এটা ভিন্ন ফরম্যাট। কিন্তু ওয়ানডেতেও তো এ বছর লিটনের পারফর্মেন্স সুবিধার না। এখন পর্যন্ত ১২ ওয়ানডে খেলে ৩০.১০ গড়ে করেছেন ৩০১ রান। কোনো সেঞ্চুরি নেই। ফিফটি আছে ৩টি।

সর্বোচ্চ স্কোর ৭০। অথচ এই লিটনই গত বছর ওয়ানডেতে রান করেছেন ৫২.৪৫ গড়ে। বড় দুটি টুর্নামেন্টের আগে লিটনকে রানে ফেরাতে নিশ্চয়ই কোনো উপায় বের করবেন চন্দিকা হাতুরাসিংহে।