
আজ সোমবার ৭ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের ‘শান্তি সমাবেশ’।
বৃষ্টির মধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সমাবেশ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৪টায় এই সমাবেশ শুরু হয়। ‘গণতন্ত্র-উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশ করছে ১৪-দলীয় জোট। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ জোটের শীর্ষ নেতারা।