
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’।
তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। ইউ এস – বাংলার যৌথ প্রযোজনায় বাংলাদেশে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, যেটি বাংলাদেশের প্রথম স্পাই একশন থ্রিলার মুভি হতে চলেছে। ২ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেইলার দেখে বোঝা গেল, চমৎকার সব লোকেশনে পুরো ছবির শুটিং হয়েছে । এমনকি কাস্টিং এও কোনোরকম কৃপণতা করেননি প্রযোজনা প্রতিষ্ঠান।
এম আর নাইন কোডধারী মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন – এ বি এম সুমন। সাথে দেখা গেছে হলিউড ও বলিউডের একঝাক তারকা। তাঁদের ভিড়ে মাসুদ রানা চরিত্রে এ বি এম সুমন সকলের নজর ঠিকই কেড়ে নিয়েছেন। দাবি করা হচ্ছে, দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি বাজেটের সিনেমা এটি।
২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তিকে সামনে রেখে সিনেমাপ্রেমীদের সামনে প্রচার প্রচারণায় আসতে দেখা যাচ্ছে সিনেমার কলাকুশলীদের। এখন শুধু অপেক্ষার পালা ! বাংলা সিনেমার প্রাঙ্গণে যে সুবাতাস বইছে তাতে কতটা ওবদান রাখতে পারে এই বিগ বাজেট ফীল্ম, সেটাই এখন দেখার বিষয় !