
এডিস মশাবাহিত ভাইরাসের সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেংগুতে মৃত্যুর সংখ্যা। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছর এক দিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। এদের মধ্যে ১০৯৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১৮৬২ রোগী ঢাকার বাহিরের হাসপাতালে ভর্তি হয়েছে।দেশে এ সময়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মাঝে ঢাকার বাসিন্দা ৭ জন এবং ঢাকার বাইরের ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন। যা চলতি বছর একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ।