
চ্যানেল আইয়ের টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান। উপস্থাপনার পাশাপাশি জিল্লুর রহমান ঢাকার থিঙ্কট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক।
এবার জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। পাশাপাশি সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
সম্প্রতি সব ব্যাংকে চিঠি দিয়ে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমানের লেনদেনসহ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে। বিএফআইইউ চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলন—সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউ স্বতন্ত্র ইউনিট হলেও এটি পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে। গভর্নর এই ইউনিটের রিপোর্টিং-প্রধান। বিএফআইইউর কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের হিসাব চাওয়া হয়েছে।