
মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল। কথাগুলো বলছিলেন পরীমনি। নতুন করে পর্দায় ফেরার বিষয়ে প্রশ্ন করলে একথা বলেম তিনি।
পরীমনি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজ ছেলের জন্মদিনের আয়োজন করেছেন।ছেলের জন্মদিনের ভেন্যু চূড়ান্ত করা নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলেন পরীমনি। সপ্তাহখানেক আগে তাও চূড়ান্ত করেছেন।