
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন। একইসঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ১০ আগস্ট রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দিয়েছেন এবং যুদ্ধের সম্ভাবনা, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের জন্য আরও প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার শত্রুদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। তবে শত্রু কারা তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে কিম জং-উন একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এদিকে গত সপ্তাহে কিম জং-উন অস্ত্র কারখানা পরিদর্শন করে বলেছিলেন, আরও বেশি করে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অন্য অস্ত্রশস্ত্র তৈরি করতে হবে। কেসিএনএ কিছু ছবি প্রকাশ করেছে। কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম একটি মানচিত্রে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং তার আশপাশের এলাকাগুলোর দিকে ইশারা করছেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়াকে রকেট, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। তবে রাশিয়া ও উত্তর কোরিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।
রয়টার্স বলছে, উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর মিলিশিয়া কুচকাওয়াজ করবে পিয়ংইয়ং। অন্যদিকে আগামী ২১ এবং ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধরনের মহড়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া।