কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ

ইউক্রেনজুড়ে একেরপর এক বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালের উপর ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

আজ শুক্রবার (১১ আগস্ট) কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো রাজধানীতে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ এবং শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের আগে দেশটির বিমানবাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে একটি কেএইচ-৪৭এম২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় গাড়ির ভেতর থাকা সতর্কতামূলক সাইরেনগুলো বাজতে থাকে আর সাধারণ মানুষকে আশ্রয় নেওয়ার জন্য বাঙ্কারের দিকে ছুটে যেতে দেখা যায়। মেয়র ভিতালি ক্লিচকো জানান, শুক্রবার সকালে রাজধানীতে হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া। কিন্তু তাদের এ হামলা প্রতিহত করে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিহত করা রকেটের ধ্বংসাবশেষ শহরের কয়েকটি জায়গায় আছড়ে পড়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাজধানীতে হামলার চেষ্টা চালিয়েছে। কিন্তু সেটি ব্যর্থ করে দেওয়া হয়েছে। এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে সতর্কতা দিয়ে লেখেন, ‘শহরে বিস্ফোরণ, আশ্রয়কেন্দ্রে থাকুন দয়া করে।’

তিনি জানিয়েছেন, একটি শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিয়েভের শিশু হাসপাতালে রাশিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ

আপডেট সময় : ০৬:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

ইউক্রেনজুড়ে একেরপর এক বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালের উপর ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

আজ শুক্রবার (১১ আগস্ট) কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো রাজধানীতে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ এবং শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের আগে দেশটির বিমানবাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে একটি কেএইচ-৪৭এম২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় গাড়ির ভেতর থাকা সতর্কতামূলক সাইরেনগুলো বাজতে থাকে আর সাধারণ মানুষকে আশ্রয় নেওয়ার জন্য বাঙ্কারের দিকে ছুটে যেতে দেখা যায়। মেয়র ভিতালি ক্লিচকো জানান, শুক্রবার সকালে রাজধানীতে হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া। কিন্তু তাদের এ হামলা প্রতিহত করে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিহত করা রকেটের ধ্বংসাবশেষ শহরের কয়েকটি জায়গায় আছড়ে পড়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাজধানীতে হামলার চেষ্টা চালিয়েছে। কিন্তু সেটি ব্যর্থ করে দেওয়া হয়েছে। এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে সতর্কতা দিয়ে লেখেন, ‘শহরে বিস্ফোরণ, আশ্রয়কেন্দ্রে থাকুন দয়া করে।’

তিনি জানিয়েছেন, একটি শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।