
ঢালিউড সুপারস্টার শাকিব খান একমাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শাকিব খান। মুখোমুখি হন গণমাধ্যমের। শাকিবকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন। সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। জানান, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই প্রিয়তমা চলছে সবখানে ভালো ব্যবসা করছে এই সিনেমা।
গেল মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটানোর প্রসঙ্গে তিনি বলেন, আব্রাহাম ও শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।
গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরেই অবকাশ যাপনে যান এ নায়ক। দ্রুতই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। শাকিব প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন বলেও জানা গেছে।