
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম দ্বিতীয়বারের মতো কলকাতার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। টলিউড নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসুর হাত ধরে ‘হুব্বা’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।‘হুব্বা’র ফার্স্ট লুক দর্শক মহলে বেশ আলোড়ন তুলেছিলো।
এবার এই সিনেমার ৪০ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে, যাতে মোশাররফ করিমের চরিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠেছে দর্শকের কাছে। গতকাল শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ‘হুব্বা’র টিজার প্রকাশ করলেন সিনেমার পরিচালক ব্রাত্য বসু। টিজারটি ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। টিজারে দেখা যায়, হুগলির ‘গ্যাংস্টার’ হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম কখনও তার দল নিয়ে বন্দুক হাতে নিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনও রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন। একইসঙ্গে আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন।
এ চরিত্রে তাকে দেখে চমকে গেছেন সিনেপ্রেমী দর্শকরা। পরিচালক ব্রাত্য জানান, হুব্বা সিনেমা বাংলা ভাষার ভারতীয় থ্রিলার কমেডির মিশেলে তৈরি করা হয়েছে। এতে নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। ‘থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই সিনেমা।
হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচারের মতো অনেক অপরাধে জড়িত ছিল সে। অজস্র পুলিশ কেস ছিল তার বিরুদ্ধে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে বেরিয়ে এসেছে। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে।
এই সিনেমার মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ ‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্ কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটির এটি দ্বিতীয় সিনেমা।