চলন্ত মাইক্রোবাসে আগুন, শহরজুড়ে তীব্র যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার ১২ আগস্ট দুপুর ১টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই ঘটনায় কারোর হতাহতের খবর পাওয়া যায় নি। গাড়িটির চালক রাজিব মিয়ার কাছ থেকে জানা যায়, রাজধানীর নতুন বাজার থেকে অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের যাত্রী নিয়ে পূর্বাচলে এসেছিলেন। পূর্বাচলে যাত্রী নামিয়ে গাড়িটি মহাসড়কে এলে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়। পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় গনমাধ্যমে বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত মাইক্রোবাসে আগুন, শহরজুড়ে তীব্র যানজট

আপডেট সময় : ১০:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার ১২ আগস্ট দুপুর ১টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই ঘটনায় কারোর হতাহতের খবর পাওয়া যায় নি। গাড়িটির চালক রাজিব মিয়ার কাছ থেকে জানা যায়, রাজধানীর নতুন বাজার থেকে অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের যাত্রী নিয়ে পূর্বাচলে এসেছিলেন। পূর্বাচলে যাত্রী নামিয়ে গাড়িটি মহাসড়কে এলে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়। পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায় গনমাধ্যমে বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িটির ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যান চলাচল স্বাভাবিক করে।