নামাজের সময় মসজিদের ছাদ ধসে প্রাণ গেল ৭ মুসল্লির

নাইজেরিয়ার কাদুনা প্রদেশের জারিয়া শহরে মসজিদ ধসের ঘটনা ঘটে। মসজিদে তখন শত শত মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদ ধসের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল। জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেছেন, শুক্রবার শহরের কেন্দ্রীয় মসজিদে শত শত মুসল্লিরা দুপুরের নামাজ আদায়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে চারটি মৃতদেহ পাওয়া যায় এবং উদ্ধারকারীরা ধসে পড়া মসজিদে তল্লাশি চালিয়ে পরে আরো তিনজনকে মৃত অবস্থায় পায়। ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এই ‘হৃদয়বিদারক ঘটনায়’ ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত বছরেও পশ্চিম আফ্রিকার দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ে। দেশটির কর্তৃপক্ষ প্রায়শই এই ধরনের ঘটনার জন্য কর্মকর্তাদের বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামাজের সময় মসজিদের ছাদ ধসে প্রাণ গেল ৭ মুসল্লির

আপডেট সময় : ১০:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

নাইজেরিয়ার কাদুনা প্রদেশের জারিয়া শহরে মসজিদ ধসের ঘটনা ঘটে। মসজিদে তখন শত শত মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদ ধসের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল। জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেছেন, শুক্রবার শহরের কেন্দ্রীয় মসজিদে শত শত মুসল্লিরা দুপুরের নামাজ আদায়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে চারটি মৃতদেহ পাওয়া যায় এবং উদ্ধারকারীরা ধসে পড়া মসজিদে তল্লাশি চালিয়ে পরে আরো তিনজনকে মৃত অবস্থায় পায়। ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এই ‘হৃদয়বিদারক ঘটনায়’ ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত বছরেও পশ্চিম আফ্রিকার দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ে। দেশটির কর্তৃপক্ষ প্রায়শই এই ধরনের ঘটনার জন্য কর্মকর্তাদের বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে।