প্রায় ৩ কেজির ইলিশটি বিক্রি হলো ৭,৫০০ টাকায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১৭১০ বার পড়া হয়েছে

ছবি- বাংলাপ্রেস।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়া সেই তিন কেজি ওজনের ইলিশ মাছটি খুচরা পর্যায়ে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার দিবাগত রাতে স্থানীয় রুবেল মাঝি র ট্রলারে এ ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ঢালচর মাছ ঘাটের নজরুল ইসলামের আড়তে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হয়। সেখানকার মাছ ব্যবসায়ী মো. কামরুল ইসলাম পাটওয়ারী কিনে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপরের দিকে ঢাকায় পাঠান ইলিশটি।

এরপর ঢাকায় তিনি ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ঢালচর মাছ ঘাটের ব্যবসায়ী মো. রাসেল পাটওয়ারী জানান, বুধবার সকালে স্থানীয় রুবেল মাঝির মাছ ধরার ট্রলারটি ঘাট থেকে মাঝি-মাল্লা নিয়ে সাগর মোহনায় মাছ সং গ্রহে যান। রাতের দিকে মাছ শিকার শেষে তিন কেজি ওজনের একটি ইলিশসহ অন্যান্য মাছ নিয়ে ঘাটে ফিরে আসেন। আড়তে রাজা ইলিশটি তিন হাজার টাকায় কা মরুল ইসলাম পাটওয়ারী কিনে নেন। এরপর মাছটি
বিক্রি করতে তিনি ঢাকায় পাঠানা।

রাসেল পাটওয়ারী বলেন, গত দুই এক বছরের মধ্যে এত বড় ইলিশ ঢালচর মাছ ঘাটে দেখা যায়নি। ঘাটে মাছটি নিয়ে আসার পর স্থানীয় লোকজন ইলিশটিকে এক নজর দেখার জন্য ভিড় জমান। কেউ কেউ আবার মাছটিকে হাতে নিয়ে ছবিও তুলেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সাগরে বেশ বড় বড় ইলিশ পাওয়ার খবর আসছে। এতে করে তারাআশাবাদী দেরিতে হলেও এ বছর জেলেরা ভরপুর ইলিশ পাবেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রায় ৩ কেজির ইলিশটি বিক্রি হলো ৭,৫০০ টাকায়

আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরের সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়া সেই তিন কেজি ওজনের ইলিশ মাছটি খুচরা পর্যায়ে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার দিবাগত রাতে স্থানীয় রুবেল মাঝি র ট্রলারে এ ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ঢালচর মাছ ঘাটের নজরুল ইসলামের আড়তে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হয়। সেখানকার মাছ ব্যবসায়ী মো. কামরুল ইসলাম পাটওয়ারী কিনে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপরের দিকে ঢাকায় পাঠান ইলিশটি।

এরপর ঢাকায় তিনি ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ঢালচর মাছ ঘাটের ব্যবসায়ী মো. রাসেল পাটওয়ারী জানান, বুধবার সকালে স্থানীয় রুবেল মাঝির মাছ ধরার ট্রলারটি ঘাট থেকে মাঝি-মাল্লা নিয়ে সাগর মোহনায় মাছ সং গ্রহে যান। রাতের দিকে মাছ শিকার শেষে তিন কেজি ওজনের একটি ইলিশসহ অন্যান্য মাছ নিয়ে ঘাটে ফিরে আসেন। আড়তে রাজা ইলিশটি তিন হাজার টাকায় কা মরুল ইসলাম পাটওয়ারী কিনে নেন। এরপর মাছটি
বিক্রি করতে তিনি ঢাকায় পাঠানা।

রাসেল পাটওয়ারী বলেন, গত দুই এক বছরের মধ্যে এত বড় ইলিশ ঢালচর মাছ ঘাটে দেখা যায়নি। ঘাটে মাছটি নিয়ে আসার পর স্থানীয় লোকজন ইলিশটিকে এক নজর দেখার জন্য ভিড় জমান। কেউ কেউ আবার মাছটিকে হাতে নিয়ে ছবিও তুলেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সাগরে বেশ বড় বড় ইলিশ পাওয়ার খবর আসছে। এতে করে তারাআশাবাদী দেরিতে হলেও এ বছর জেলেরা ভরপুর ইলিশ পাবেন।