
ইরাকের রাজধানী বাগদাদের তাপমাত্রা শনিবার বিকেলে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা জুলাই মাসে গড়ে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। সেই সঙ্গে সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্ভাবাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়াও ঘন ঘন লোডশেডিং হওয়ায় দেশের মানুষ খুব সংকটে পড়ছে। বাগদাদে জাতীয় গ্রিড থেকে মাত্র তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ সংকট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গরম থেকে বাঁচতে মুখে কাপড় বেঁধে রাস্তায় নামছেন মানুষ। খবর আল জাজিরার।
বিশ্বের তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরাক সুপরিচিত হলেও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদনে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। উচ্চবিত্ত লোকেরা অর্থের বিনিময়ে আশপাশের জেনারেটর থেকে বিদ্যুৎ নিচ্ছে। তবে নিম্ন আয়ের পরিবারগুলো এই পরিষেবা থেকে উপকৃত হতে পারে না।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কম হওয়াসহ গাছপালা উল্লেখযোগ্যহারে কমে যাওয়ার কারণেই ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইরাক।