সিমেন্ট কারখানায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

মুন্সিগঞ্জের মুক্তারপুরে প্রিমিয়ার সিমেন্ট কারখানায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (২৮), মাহ্দীবিন মাহবুব (২৩) ও শ্রমিক মো. রাকিব (২২)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইঞ্জিনিয়ার আমির হোসেন জানান, বার্নালে আগুন দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়।

প্রথমে তাদের স্থানীয় একটি ক্লিনিক, পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদিকে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলামের কাছ থেকে জানা যায়, দগ্ধদের মধ্যে হাবিবুর রহমানের ১০ শতাংশ, মাহ্দীবিন মাহবুবের ৬ শতাংশ ও মোহাম্মদ রাকিবের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। আর রাকিবের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিমেন্ট কারখানায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

আপডেট সময় : ১০:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

মুন্সিগঞ্জের মুক্তারপুরে প্রিমিয়ার সিমেন্ট কারখানায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (২৮), মাহ্দীবিন মাহবুব (২৩) ও শ্রমিক মো. রাকিব (২২)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইঞ্জিনিয়ার আমির হোসেন জানান, বার্নালে আগুন দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়।

প্রথমে তাদের স্থানীয় একটি ক্লিনিক, পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদিকে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলামের কাছ থেকে জানা যায়, দগ্ধদের মধ্যে হাবিবুর রহমানের ১০ শতাংশ, মাহ্দীবিন মাহবুবের ৬ শতাংশ ও মোহাম্মদ রাকিবের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। আর রাকিবের অবস্থা আশঙ্কাজনক।