
‘এমন যদি হতো…’, কথাটি লিখেই নিজের ফেসবুক পেইজে নিজেই পোস্ট করেছেন জাদুকাঠির ছোঁয়া সম্মিলিত দারুণ একটি ছবি। তাতেই গোটা নেট দুনিয়া মজেছে চঞ্চল চৌধুরীর অসধারণ এই লুকের বন্দনায়।
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে অভিনেতার এই ছবিটি তৈরি করেছেন জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। উপহার হিসেবে পেয়েছেন নিজের এই নতুন রূপ। বিয়ষটি জানিয়েছেন চঞ্চল নিজেই।
চঞ্চল চৌধুরীর এই রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। ‘দারুণ হতো! হতেই পারে!’, ‘অসম্ভব সুন্দর মানিয়েছে দাদা’- এমন মন্তব্যে ভরা তার কমেন্ট বক্সে। কারও কারও আবার অভিনেতার ন্যাচরাল লুকই পছন্দ। তাদের মতে, ‘আপনি যেমন তেমনি ভালো। ’
একজন আবার গ্লোবাল সিনেমা তৈরি করার পরামর্শও দিয়েছেন। কেউ আবার লেখেন, ‘আপনি যে আয়নাবাজি আমাদের উপহার দিয়েছেন তা আর কম কিসে?’