
আজ রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে অপু বিশ্বাসের ফেসবুক আইডিতে তুলকালাম কাণ্ড ঘটে গেল।
দুপুরে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। মুহূর্তেই সাড়া পড়ে যায় মিডিয়া পাড়া আর ফ্যান ফলোয়ারস দের মাঝে। শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনের পালে যেন নতুন করে হাওয়া এই পোস্ট। কাকে, কবে বিয়ে করলেন অভিনেত্রী?
প্রশ্নের উত্তর মেলার আগেই উধাও হয়ে গেল ‘গট ম্যারিড’ পোস্ট। এই স্বল্প সময়ের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া পড়ে ৫৭৪টি, ৮ মন্তব্য ও ১৬টি শেয়ার হয়।
নায়িকা’র সাথে যোগয়াযোগ করলে ব্যাপারটি তিনি হেসেই উড়িয়ে দিলেন। আর বললেন, ভুল করে হয়ে গেছে ! নতুন মুঠোফোন আপডেট দিতে গিয়েই নাকি ঘটলো এমন বিপত্তি! আর কিছুক্ষণ পর ব্যাপারটি টের পেয়েই পোস্টটি মুছে ফেলেন তিনি।
কিন্তু এই অল্প সময়ের মধ্যেই নাকি তাঁর কাছে অনেক ফোন আসতে থাকে আর অনেকে শুভ কামনাও জানান !