
লটারি কিনে ১৫৮ কোটি ডলার (১০৯ দশমিক ৭৫ টাকা হিসাবে ১৭ হাজার ৩৯৯ কোটি ৭৩ লাখ টাকা) জেতা! অবিশ্বাস্য মনে হলেও লটারিতে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি এই পরিমাণ অর্থ জিতে নিয়েছেন।
গত বৃহস্পতিবার লটারির ড্র ঘোষণা করে মেগা মিলিয়নস। এতে দেখা যায়, এবারের সেরা পুরস্কার বিজয়ী পুরোনো রেকর্ড ভেঙেছেন। ২০১৮ সালে দেড় শ কোটি ডলারের লটারি জিতেছিলেন আরেক ব্যক্তি।
বিজয়ীর নাম, ঠিকানা ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তবে তারা জানিয়েছে, লটারি বিজয়ী চাইলে একসঙ্গে সব টাকা নিতে পারবেন। চাইলে কিস্তি করেও নিতে পারবেন পুরস্কারের টাকা। সে ক্ষেত্রে ৭৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার নগদ দেওয়া হবে। বাকি অর্থ ৩০ বছরে পরিশোধ করা হবে। এ সময় প্রতিবছর মূল অর্থের সঙ্গে ৫ শতাংশ লভ্যাংশ যোগ হবে।
আরও সাত ব্যক্তি মিলিয়ন ডলারের লটারি জিতেছেন। এর মধ্যে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনার দুই ব্যক্তি ২০ লাখ ডলার করে লটারি জিতেছেন। আর বাকি পাঁচজনের প্রত্যেকে পেয়েছেন ১০ লাখ ডলার। তাঁরা সবাই নগদ অর্থ নিতে চেয়েছেন। পুরস্কারের অর্থ থেকে আয়কর কেটে রাখা হবে। যুক্তরাষ্ট্রের ৪৫টি রাজ্য, ওয়াশিংটন ডিসি এবং ইউএস ভার্জিন আইল্যান্ডসে ২ ডলার করে প্রতিটি লটারির টিকিট বিক্রি করা হয়েছিল।