গ্যাস লিকেজের আগুনে নারীসহ দগ্ধ ৪

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • ১৬৭৭ বার পড়া হয়েছে

ছবি- অনলাইন।

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে তিন নারীসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) ও আলেয়া নূর (৩৫)। বাকি চারজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গতকাল রাতে পোশাক শ্রমিক জোবেদা রান্নার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ও তার আশপাশে থাকা দুই নারী এবং এক পুরুষসহ ৮ জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। চারজনের মধ্যে নজরুল নামে এক ব্যক্তির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে বাকিরা সামান্য দগ্ধ। এদের মধ্যে দুইজন শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস লিকেজের আগুনে নারীসহ দগ্ধ ৪

আপডেট সময় : ০৩:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে তিন নারীসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) ও আলেয়া নূর (৩৫)। বাকি চারজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গতকাল রাতে পোশাক শ্রমিক জোবেদা রান্নার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ও তার আশপাশে থাকা দুই নারী এবং এক পুরুষসহ ৮ জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। চারজনের মধ্যে নজরুল নামে এক ব্যক্তির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে বাকিরা সামান্য দগ্ধ। এদের মধ্যে দুইজন শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।