
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে মত ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন ২৬৩ জন।
আজ রোববার (১৩ আগস্ট) জেলা সিভিল সার্জন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হাসপাতালগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তিল পরিমাণ ঠাই নেই হাসপাতালগুলোতে। ফলে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অপরদিকে রোগীদের অভিযোগ,বারান্দায় এবং মেঝেতে চিকিৎসা নিতে তাদের সমস্যা হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় গরমে সমস্যা হচ্ছে। একইসঙ্গে বারান্দার দুপাশে ড্রেনের দুর্গন্ধসহ মশা মাছির উপদ্রব রয়েছে। জেলা সিভিল সার্জনের তথ্যনুযায়ী, জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগী ১৯১৭ জন।
পটুয়াখালী মেডিকেল কলেজের তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘দিন দিন আমাদের এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এতো বেশি রোগী আসছে যে, বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।’