
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১২ তম মৃত্যুবার্ষিকী তার জন্মস্থান ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৩ আগষ্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক মাসুদ ফাউন্ডেশন ও ভাঙ্গা নাগরিক সমাজ। এ সময় উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ।
এরপর বিকাল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়।