
সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের উপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।
রবিবার দুপুরে প্রবাল চৌধুরী বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক সুমন ভূইয়া কোতোয়ালী থানা পুলিশকে মামলার এজহারটি দ্রুত বিচার আইনে নথিভূক্ত করার নির্দেশ দেন।
মামলায় আসামি হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমেদসহ ৫৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদী অ্যাডভোকেট প্রবাল চৌধুরী।