বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

চট্টগ্রামের পর রংপুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দুই দিন ধরে রংপুর অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বেড়েছে রাজধানীসহ মধ্যাঞ্চলেও। আকাশ কালো করা মেঘের মধ্যেও ভ্যাপসা গরমের অনুভূতি অবশ্য কমছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন বৃষ্টি চলবে। এরপর দু–তিন দিনের বিরতি দিয়ে আবারও বৃষ্টি বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গত জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত মাস। এর আগের তিন মাসজুড়ে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এবং পূর্ব এশিয়াজুড়ে ছিল প্রচণ্ড গরম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রোববার রাজধানীতে বৃষ্টির তীব্রতা বেশি থাকলেও তা আজ সোমবার কমতে পারে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি কিছুটা কমেছে, তা আজও অব্যাহত থাকতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় গরমের অনুভূতিও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসেবে, গতকাল রোববার বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকাতেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামে গত তিন দিনের মতো বৃষ্টি কমেছে, সারা দিনে সেখানে ১২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশির ভাগ জায়গায় ৫০ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। তবে চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি গরম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

আপডেট সময় : ০১:৪০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

চট্টগ্রামের পর রংপুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দুই দিন ধরে রংপুর অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বেড়েছে রাজধানীসহ মধ্যাঞ্চলেও। আকাশ কালো করা মেঘের মধ্যেও ভ্যাপসা গরমের অনুভূতি অবশ্য কমছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন বৃষ্টি চলবে। এরপর দু–তিন দিনের বিরতি দিয়ে আবারও বৃষ্টি বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গত জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত মাস। এর আগের তিন মাসজুড়ে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এবং পূর্ব এশিয়াজুড়ে ছিল প্রচণ্ড গরম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রোববার রাজধানীতে বৃষ্টির তীব্রতা বেশি থাকলেও তা আজ সোমবার কমতে পারে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি কিছুটা কমেছে, তা আজও অব্যাহত থাকতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় গরমের অনুভূতিও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসেবে, গতকাল রোববার বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকাতেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামে গত তিন দিনের মতো বৃষ্টি কমেছে, সারা দিনে সেখানে ১২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশির ভাগ জায়গায় ৫০ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। তবে চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি গরম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।