
সোয়া ৭৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সড়ক নির্মাণের পর মেরামতের নামে কয়েক ধাপে ব্যয় করা হয়েছে ৫ কোটি টাকা। কিন্তু মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কে দূর হচ্ছে না খানাখন্দ। এতে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রী-চালক-পথচারী।
জানা গেছে, মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক ৭ কিলোমিটার দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণ করা হয়। ৭৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে মোস্তফাপুর থেকে শহরের ডিসিব্রিজ এলাকা পর্যন্ত সড়কের কাজ শেষ হয় ২০১৮ সালে। এর পর ২০২০-২১ অর্থবছরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরিভাবে মেরামতে ব্যয় করা হয় ৪৫ লাখ টাকা। কিন্তু হালকা বৃষ্টিতেই দেখা দেয় বড় বড় গর্ত। পরে ২০২১-২২ অর্থবছরে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে একই সড়ক মেরামতে সাড়ে ৪ কোটি টাকা খরচ করে সওজ।
মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, একদিকে ভারি যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে, আর অন্যদিকে প্রচণ্ড বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে একটু গর্ত হয়েছে। যা মেরামতের জন্য সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার পর বেঁধে দেওয়া পরবর্তী সময়ের মধ্যে আবারো খানাখন্দক হলে নিজ উদ্যোগে সংস্কার করে দেবে।