
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক অফিস ঘেরাও করেছেন সাভারে কোম্পানিটির আবাসিক বৈধ গ্রাহকেরা।
রোববার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার সাভারের তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৮ গ্রামের গ্রাহকরা। পরে তাঁরা কার্যালয়ের ফটকের সামনে ও চত্বরে অবস্থান নিয়ে গ্যাসের চলমান সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ করেন।
সারা দেশেই গ্যাসের স্বল্পতা রয়েছে উল্লেখ করে তিতাসের সাভার আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, ‘গ্যাসের মূল উৎসস্থল থেকে অর্থাৎ আমাদের যে সোর্স লাইন রয়েছে, সেটির একদম শেষ প্রান্তে রয়েছে সাভার ও মানিকগঞ্জ। এর ফলে সাভার উপজেলা ও মানিকগঞ্জ জেলার গ্রাহকেরা সবচেয়ে বেশি গ্যাস–সংকটে পড়ছেন। মূলত যাঁরা বিক্ষোভ করেছেন, তাঁরা চাহিদার তুলনায় গ্যাস কম পাচ্ছেন। গ্যাস না পেলে তাঁরা দাবি জানাবেন এটাই স্বাভাবিক। তাঁদের বলেছি, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদেরও সক্ষমতা অনুসারে তাঁদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।’