সেন্সর বোর্ড পার হলো ‘মুজিব-একটি জাতির রূপকার’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১৬৮০ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব-একটি জাতির রূপকার’। এটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত।

গতকাল রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্রটির সেন্সর সনদ হস্তান্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথ্য ও  সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর এবং ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ, সেন্সর সনদ সিনেমাটির বাংলাদেশ পক্ষের প্রযোজক এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও ভারতের পক্ষে আগত স্ক্রিপ্ট রাইটার অতুল তেওয়ারির হাতে তুলে দেন। বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, বঙ্গবন্ধু’র চরিত্রে অভিনয়ের পর আর কোনো অভিনয় যদি নাও করি বা যদি পৃথিবী থেকে চলেও যেতে হয়, তাতেও কোনো আক্ষেপ নেই।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, শহীদুল আলম সাচ্চু, গাজী রাকায়েত, সংগীতা চৌধুরী, প্রার্থনা দীঘি, রিয়াজ আহমেদ, সাব্বির আহমেদ, জায়েদ খান, সহযোগী পরিচালক দয়াল নিহালানী, লাইন প্রডিউসার সতীশ শর্মা প্রমুখ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেন্সর বোর্ড পার হলো ‘মুজিব-একটি জাতির রূপকার’

আপডেট সময় : ১২:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব-একটি জাতির রূপকার’। এটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত।

গতকাল রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্রটির সেন্সর সনদ হস্তান্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথ্য ও  সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর এবং ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ, সেন্সর সনদ সিনেমাটির বাংলাদেশ পক্ষের প্রযোজক এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও ভারতের পক্ষে আগত স্ক্রিপ্ট রাইটার অতুল তেওয়ারির হাতে তুলে দেন। বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, বঙ্গবন্ধু’র চরিত্রে অভিনয়ের পর আর কোনো অভিনয় যদি নাও করি বা যদি পৃথিবী থেকে চলেও যেতে হয়, তাতেও কোনো আক্ষেপ নেই।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, শহীদুল আলম সাচ্চু, গাজী রাকায়েত, সংগীতা চৌধুরী, প্রার্থনা দীঘি, রিয়াজ আহমেদ, সাব্বির আহমেদ, জায়েদ খান, সহযোগী পরিচালক দয়াল নিহালানী, লাইন প্রডিউসার সতীশ শর্মা প্রমুখ।