বিস্ফোরণে কেঁপে উঠলো পেনসেলভেনিয়া, নিহত ৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৪ জন। আরও ৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পেনসিলভেনিয়ার পাম শহরের একটি বাড়িতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের পর পুলিশ ও দমকল বাহিনীর অন্তত ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। এ ছাড়া বিস্ফোরণে আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও অন্তত ১০টি বাড়ি ও ব্যক্তিগত গাড়ির।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিস্ফোরণে কেঁপে উঠলো পেনসেলভেনিয়া, নিহত ৪

আপডেট সময় : ১২:৪৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৪ জন। আরও ৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পেনসিলভেনিয়ার পাম শহরের একটি বাড়িতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের পর পুলিশ ও দমকল বাহিনীর অন্তত ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। এ ছাড়া বিস্ফোরণে আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও অন্তত ১০টি বাড়ি ও ব্যক্তিগত গাড়ির।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে।