
লিগস কাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। আগামী ১৬ আগস্ট (বাংলাদেশ সময় ভোর পাঁচটা) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবেন মেসিরা। সব ঠিক থাকলে ওই ম্যাচে মেসির বিপক্ষে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কুইন সুলিভান।
অ্যাটাকিং মিডফিল্ডার এই সুলিভনের বয়স মাত্র ১৯ বছর। উইঙ্গেও খেলতে দেখা যায় তাকে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের তারকা বলা হচ্ছে এই তরুণকে। সংবাদ মাধ্যম গোলের পরবর্তী প্রজন্মের ফুটবলারের তালিকায় আছেন তিনি। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন পাঁচ ফিট ১১ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার।
ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ইতিমধ্যেই ৫১ ম্যাচ খেলে ফেলেছেন সুভিলন। তার ঘরে গোল তিনটি। এবার কিংবদন্তি মেসির বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন বাংলাদেশের গন্ধ মিশে থাকা এই তরুণ ফুটবলার।