
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান চালিয়ে এক কিশোরসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
জানা যায়, বিগত কয়েক মাসে ধরে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীদের অভিযানে সহিংসতা বেড়েছে। জেরিকোর শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বাহিনীর গাড়ি প্রবেশ করতে দেখা যায়। এই অভিযানে নিহত হয়েছে ২ ফিলিস্তিনি।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) হাসপাতালের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। জেরিকো হাসপাতালের পরিচালক বলেছেন, ‘বুকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন যুবক হাসপাতালে এসেছিলেন।’ এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, অভিযান চলাকালে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। নিহত যুবক দুইজন সংঘর্ষে লিপ্ত ছিলো কি না তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েলি বাহিনীর এই অভিযান কমপক্ষে দুই ঘণ্টা বিদ্যমান ছিলো বলে জানা যায়।