
ঢাকা মেডিকেল কলেজের আবাসিক নারী হোস্টেলে জয়া কণ্ডু (২৪) নামের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় জানান, ঢাকা মেডিকেল কলেজের ২০১৮-২০১৯ বর্ষের শিক্ষার্থী জয়া। কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে জয়া কুন্ডু ও লাবনী রায়সহ তারা ৩ জন থাকেন। মৃত জয়ার ভাই পার্থ কুন্ড জানান, তাদের বাড়ি খুলনার সদর উপজেলার কুয়েট রোড ফুলবাড়ি গেট এলাকায়। বাবার গিরিন্দ্রনাথ কুন্ড। তিনি বুয়েটে পড়েন। বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছেন। কি কারণে জয়া আত্মহত্যা করতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো এক সময়ে ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৮৫ নম্বর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ফাঁস দেন জয়া। তাঁর সহপাঠীরা টের পেয়ে দরজা ভেঙে তাঁকে দ্রুত সিলিং ফ্যান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।মৃতদেহ মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।