নিষিদ্ধের তালিকায় অভিনেত্রী চমক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • ১৬৭৮ বার পড়া হয়েছে

কিছুদিন আগে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। অপরদিকে এই অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়। অভিনেতা আরশ খানের বিরুদ্ধে অভিযোগের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এই সমস্যা সমাধানে আলোচনা সভায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন।

সোমবার (১৪ আগস্ট) রাতে সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সেখানে চমকের শাস্তির ব্যাপারে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সম্মতি রয়েছে দাবি করা হয়। কিন্তু পরিচালকরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।

ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, আমরা দাবি করেছি, চমককে নিষিদ্ধ করতে হবে। করতে হবে মানে করতেই হবে। আমাদের দাবি ছিল, যদি চমক পরিচালকের ক্ষতিপূরণ দেন তবে তিনি তিন মাস নিষিদ্ধ থাকবেন নাটকে। আর যদি ক্ষতিপূরণ না দেন তবে নিষিদ্ধের মেয়াদ আরও বাড়বে। কিন্তু ১৩ তারিখের সভায় চমককে নিষিদ্ধ করা হয়নি। তাই এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। পরিচালকরা বারবার এইসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। তাদের সুনাম নষ্ট হয়। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্যই এগুলো ঘটে। পরিচালকরা সবাই চমকের কঠিন শাস্তি চায়।

এদিকে শুটিং সেটে অভিনেত্রী চমক যে আচরণ করেছেন তা ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধের তালিকায় অভিনেত্রী চমক

আপডেট সময় : ০৪:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

কিছুদিন আগে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। অপরদিকে এই অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়। অভিনেতা আরশ খানের বিরুদ্ধে অভিযোগের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এই সমস্যা সমাধানে আলোচনা সভায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন।

সোমবার (১৪ আগস্ট) রাতে সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সেখানে চমকের শাস্তির ব্যাপারে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সম্মতি রয়েছে দাবি করা হয়। কিন্তু পরিচালকরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।

ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, আমরা দাবি করেছি, চমককে নিষিদ্ধ করতে হবে। করতে হবে মানে করতেই হবে। আমাদের দাবি ছিল, যদি চমক পরিচালকের ক্ষতিপূরণ দেন তবে তিনি তিন মাস নিষিদ্ধ থাকবেন নাটকে। আর যদি ক্ষতিপূরণ না দেন তবে নিষিদ্ধের মেয়াদ আরও বাড়বে। কিন্তু ১৩ তারিখের সভায় চমককে নিষিদ্ধ করা হয়নি। তাই এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। পরিচালকরা বারবার এইসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। তাদের সুনাম নষ্ট হয়। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্যই এগুলো ঘটে। পরিচালকরা সবাই চমকের কঠিন শাস্তি চায়।

এদিকে শুটিং সেটে অভিনেত্রী চমক যে আচরণ করেছেন তা ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়।