
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি নেতৃস্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ভয়াবহ ঘটনা ঘটেছে। উক্ত সংঘর্ষে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) ইমার্জেন্সি মেডিসিন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ত্রিপোলির পশ্চিমে জরুরি সেবা দিয়ে থাকে। সংস্থার ফেসবুক পেজে হতাহতের এই ‘অন্তর্বর্তীকালীন’ সংখ্যা প্রকাশ করা হয়।
গত সোমবার ১৪ আগস্ট প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড ও আল-রাদা (স্পেশাল ডিটারেন্স ফোর্স নামেও পরিচিত) নামে পরিচিত ২ আধা-সামরিক বাহিনীর মধ্যে ত্রিপোলিতে সংঘাত ছড়িয়ে পড়ে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা বলেছে, সহিংসতায় ২৭ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। তবে এদের মধ্যে সশস্ত্র দলগুলোর সদস্য এবং বেসামরিক মানুষ উভয়ই আছে কি না তা স্পষ্ট নয়। ২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সমর্থনপুষ্ট এক গণ-অভ্যুত্থানে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হন এবং তাকে হত্যা করা হয়।