আফগানিস্তানে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণা

আফগানিস্তানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার।

গতকাল বুধবার (১৬ আগস্ট) তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর শরিয়াহ আইনের পরিপন্থি হওয়ায় রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভি আবদুল হাকিম শারায়ে গতকাল রাজধানী কাবুলে তাঁর মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার সময় বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কারণ, শরিয়াহ আইনে এসব দলের কোনো স্থান ও ভূমিকা নেই। জাতীয় স্বার্থরক্ষায় এসব দল কোনো কাজ করে না। এমনকি নাগরিকেরাও এসব দলের কার্যক্রম পছন্দ করে না। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া তালেবাননিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওই বিবৃতি প্রচার করে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা এটাই প্রমাণ করে যে, আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা চিরদিনের জন্য বন্ধ করতে চায় তালেবান। একইসঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতায় একচেটিয়া অধিকার ধরে রাখার পক্ষে তারা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এ পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণা

আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

আফগানিস্তানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার।

গতকাল বুধবার (১৬ আগস্ট) তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর শরিয়াহ আইনের পরিপন্থি হওয়ায় রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভি আবদুল হাকিম শারায়ে গতকাল রাজধানী কাবুলে তাঁর মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার সময় বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কারণ, শরিয়াহ আইনে এসব দলের কোনো স্থান ও ভূমিকা নেই। জাতীয় স্বার্থরক্ষায় এসব দল কোনো কাজ করে না। এমনকি নাগরিকেরাও এসব দলের কার্যক্রম পছন্দ করে না। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া তালেবাননিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওই বিবৃতি প্রচার করে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা এটাই প্রমাণ করে যে, আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা চিরদিনের জন্য বন্ধ করতে চায় তালেবান। একইসঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতায় একচেটিয়া অধিকার ধরে রাখার পক্ষে তারা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এ পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।