
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সামনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে ওই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৫ আগস্ট রাতে মেডিকেল কলেজের পক্ষ থেকে সোনাডাঙ্গা থানায় মামলাটি করা হয়। এর পর বুধবার ১৬ আগস্ট গভীর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- খালিশপুরের মৃত শেখ শাহাজাহানের ছেলে বিপ্লব ফার্মেসির মালিক এস এম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও ছোট বয়রার মোশারেফ মীরের ছেলে মীর বায়জিদ (২০)।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বুধবার রাত সাড়ে তিনটার দিকে মাহমুদুরকে বয়রা বাজার এলাকা থেকে ও পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী, রাত ৩টা ৫০ মিনিটে বায়জিদকে ছোট বয়রার হাসানবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।