
আগেই জানা হয়ে গিয়েছিল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এবার জানা গেল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড।
মূলত বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে নিউজিল্যান্ড। তিনটি ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট ম্যাচও খেলবে তারা। তবে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পর।
প্রথমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর।
এরপর বিশ্বকাপের পর আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর।