
কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ভোট চেয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য। ওসি ফারুক আহমেদের স্থানীয় বাসিন্দাদের প্রতি ‘মিনতি’ জানিয়ে বক্তব্য দেওয়া ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলো। তার এই কর্মকাণ্ডের জন্য তাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৭ আগস্ট জেলার পুলিশ সুপির আব্দুল মান্নানের সই করা অফিস এক আদেশে তাকে কুমিল্লা পুলিশ লাইনে বদলির কথা বলা হয়। আজ শুক্রবার ১৮ আগস্ট বিষয়টি গনমাধ্যমে প্রকাশ পায়। গত মঙ্গলবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি ফারুক হোসেন বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’ ওসির ৩৯ সেকেন্ডের ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনগণের সমালোচনা এবং নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।
নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।