আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দশ বছরের হোল্ডিং ট্যাক্স না দেওয়ায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর এ আদেশ দেন। আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেয়া হয়। এ ছাড়াও আদেশে আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানির দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ দফতরের কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজিরা থাকায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে এবং অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত করতে এবং অভিযোগ ও ডিসচার্জের শুনানির জন্য আদালত ৩০ আগস্ট দিন ধার্য করেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৪:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

দশ বছরের হোল্ডিং ট্যাক্স না দেওয়ায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর এ আদেশ দেন। আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেয়া হয়। এ ছাড়াও আদেশে আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানির দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ দফতরের কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজিরা থাকায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে এবং অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত করতে এবং অভিযোগ ও ডিসচার্জের শুনানির জন্য আদালত ৩০ আগস্ট দিন ধার্য করেছে।