ভূমিকম্পের কবলে কলম্বিয়া

শক্তিশালী ভূমিকম্পের কবলে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ভূমিকম্পের জেরে নিহত হয়েছেন একজন নারী। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ বলেন, রাজধানীর দক্ষিণ-পূর্বে এই ট্র্যাজেডি আঘাত হানে এবং সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান। লোপেজ বলেন, এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত, ভূমিকম্পের সময় এক নারী ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে লাফ দেন, আর সেটি স্পষ্টতই আতঙ্কের কারণে। আমরা মেডিকেল টিম নিয়ে ওই বাড়িতে যারা আছে তাদের সঙ্গে আছি। ভূমিকম্পের পর আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ওই শহরের বাসিন্দারা। তবে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পের কবলে কলম্বিয়া

আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

শক্তিশালী ভূমিকম্পের কবলে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ভূমিকম্পের জেরে নিহত হয়েছেন একজন নারী। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ বলেন, রাজধানীর দক্ষিণ-পূর্বে এই ট্র্যাজেডি আঘাত হানে এবং সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান। লোপেজ বলেন, এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত, ভূমিকম্পের সময় এক নারী ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে লাফ দেন, আর সেটি স্পষ্টতই আতঙ্কের কারণে। আমরা মেডিকেল টিম নিয়ে ওই বাড়িতে যারা আছে তাদের সঙ্গে আছি। ভূমিকম্পের পর আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ওই শহরের বাসিন্দারা। তবে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।