
বিয়ের পর মধুচন্দ্রিমায় মালদ্বীপ গিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাত্র চারদিনেই শেষ হয় তার মধুমন্দ্রিমা পর্ব। কারণ হিসেবে জানান, ফারিণের শুটিংয়ের ব্যস্ততা ও স্বামী রাফিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার তাড়া। তারপরও সঙ্গীকে নিয়ে চারদিনের ভ্রমণে সতেজ হয়েই ফিরেছেন বলে জানালেন এই অভিনেত্রী।
ফিরেই গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন ফারিণ। না,বেড়াতে নয়। দু’টি ওয়েব ফিল্মের শুটিংয়েই জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর। ফারিণ জানান, শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে অস্ট্রেলিয়া তে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে তিনিও যাচ্ছেন। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। আগামী মাসে দেশে ফেরার কথা তাঁর।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।