
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ বেগম খালেদা জিয়া’র মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকায় পদযাত্রা কর্মসূচির ঘোষনা দিয়েছে বিএনপি।
আজ শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদযাত্রার কর্মসূচিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও অংশগ্রহন করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হবে।
এর আগে গতকাল সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল করে বিএনপি।