
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। আচমকা গত বুধবার রাতেই জানা গেল মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন শরিফুল রাজ ও পরীমনি।
তবে পরদিন শুক্রবার জানা যায়, পরীমনির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন। এদিন সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমনি। পরে রক্তাক্ত অবস্থায় বিছানায় শুয়ে থাকা রাজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে রাজকে হুডি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তবে কখন, কোথায়, কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউই বলতে পারেনি।
রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। বর্তমানে এই দুজনই রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। পরী জ্বর নিয়ে, আর শরীফুল রাজ ভর্তি হয়েছেন মাথায় জখম নিয়ে। নেটিজেনদের ধারণা, পরীমণির ছোড়া কোনো কাঁচের জিনিসের আঘাতে তার মাথা ফেটেছে।