
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান।
আজ শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এখন দেশের প্রধান শত্রু ডেঙ্গু ও বিএনপি। ডেঙ্গুর মতোই ভয়ঙ্কর বিএনপিকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে। আওয়ামী লীগ শুধু কর্মসূচি পালন করে না। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। ডেঙ্গু বিরোধী অভিযান আরও জোরদার করা উচিত, এ ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু বিরোধী অভিযান জোরদার করা উচিত বলেও জানান ওবায়দুল কাদের।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।