
পাকিস্তানের উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে এই ঘটনার সূত্রপাত হয়। হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। এছাড়াও আরও ২জন গুরতর আহত হয়েছেন।
আজ রোববার ২০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (২০ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এই ঘটনা ঘটে। শ্রমিক বহনকারী একটি ট্রাকের নিচে আইইডি বিস্ফোরিত হয়। এতে ১১ জন শ্রমিক নিহত হন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলায় একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের নিচে সন্দেহভাজন আইইডি বিস্ফোরিত হয়। উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাট্টাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নিহত শ্রমিকরা নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করছিলেন। তাদের ট্রাকের নিচে আইইডি বিস্ফোরিত হয়।’